গল টেস্টের প্রথম দিনে বাংলাদেশের দুই সেঞ্চুরি

প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ১৮:২৫

Thumbnail
সংগৃহীত
গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটি স্মরণীয় করে রাখলেন বাংলাদেশ দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে টেনে তুললেন এই দুজন। চতুর্থ উইকেটে গড়লেন অবিচ্ছিন্ন ২৪৭ রানের দারুণ এক জুটি।
 
প্রথম দিনের খেলা শেষ হয়েছে বাংলাদেশ ৩ উইকেটে ২৯২ রান নিয়ে। নাজমুল হোসেন শান্ত ১৩৬ রানে এবং মুশফিকুর রহিম ১০৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। শান্তের এটি টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি আর মুশফিকের ১২তম। টেস্টে বাংলাদেশের হয়ে মুমিনুল হকের (১৩টি) পর সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন মুশফিকই।
 
মুশফিকের সেঞ্চুরির মুহূর্তটি ছিল নাটকীয়। আশিতা ফার্নান্ডোর একটি বল ইনসাইড এজ হয়ে পেছনের দিকে গড়ায়। সবাই ধরে নিয়েছিল হয়তো বেল ছিটকে পড়বে! কিন্তু বলটি উইকেটও ফাঁকি দিয়ে চলে যায় ব্যাকওয়ার্ড স্কয়ারে। ওই বলেই নাজমুলের ডাকে সাড়া দিয়ে এক রান নেন মুশফিক—আর সেঞ্চুরি পূর্ণ করেন।
 
এই বিশাল জুটির ওপর ভর করেই বাংলাদেশ প্রথম দিন শেষ করেছে দারুণ আত্মবিশ্বাস নিয়ে। দ্বিতীয় দিনেও এই জুটি কতদূর এগিয়ে যেতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।

 

 

টিডিডি/ এএইচআর/