ঢাবিতে কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গণে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ১১:২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের প্রাঙ্গণে কাঠবাদাম গাছের নিচ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। আজ ১৬জুন (সোমবার) সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে ককটেলগুলো নিরাপদভাবে উদ্ধার করে নিয়ে যায়।
এর আগে সকাল ৬টার দিকে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী ককটেলগুলো দেখতে পান এবং বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরিয়াল টিমকে বিষয়টি অবহিত করেন। পরে শাহবাগ থানা পুলিশকেও জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এনামুল হক সজিব বলেন, “আমাকে সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে ঘটনাটি জানানো হয়। আমরা গিয়ে দেখি, দুটি ওয়ানটাইম বক্সে মোট ৬টি ককটেল রাখা হয়েছে—একটিতে ৪টি ও অন্যটিতে ২টি। পরে আমরা শাহবাগ থানা পুলিশকে বিষয়টি জানাই। বোএমবি ডিসপোজাল ইউনিট এসে নিশ্চিত করেছে, এগুলো ককটেল। ওনাদেরকে ইনভেস্টিগেট করে একটা আপডেট দিতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের মেডিকেল গেটটি জরুরি প্রয়োজনে সবসময় খোলা থাকে। কিন্তু এখানে কোনো সিসিটিভি নেই, ফলে ঠিক কে বা কারা রাতে ককটেলগুলো রেখে গেছে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। আজ থেকেই এই গেটে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে।”