হাসিনার অপরাধের সাথে পাকিস্তানি বাহিনীর তুলনা, ক্ষমা চাইলেন আসিফ নজরুল
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ২০:৪৩

শেখ হাসিনার অপরাধের সাথে ১৯৭১ এর পাকিস্তানি বাহিনীর অপরাধের তুলনা করে বক্তব্য দিয়ে পরে ক্ষমা চেয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি শেখ হাসিনাকে ‘নৃশংসতার নির্দেশদাতা’ হিসেবে আখ্যায়িত করেন। একই স্ট্যাটাসে, চব্বিশের ‘নৃশংসতা’র সঙ্গে একাত্তরে পাকিস্তানি বাহিনীর গণহত্যার তুলনা করার বিষয়ে এজন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন। এর আগে একইদিন সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মিলনায়তনে ‘জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ অনুষ্ঠানে তিনি হাসিনার অপরাধের সাথে পাকিস্তানি বাহিনীর তুলনা করে বক্তব্য দেন।
ফেইসবুক স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, “শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য। লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো, নির্বিচারে নারী-কিশোর-শিশু হত্যা, হেলিকপ্টার দিয়ে গুলি করে বেসামরিক মানুষ মারা, মৃত্যু যন্ত্রণায় কাতর তরুণকে গুলি করে মারা, হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা।” তিনি আরও বলেন, “যুদ্ধের ময়দানেও এসব কর্মকাণ্ড গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়।”
স্ট্যাটাসে ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করে তিনি লিখেন, “তাই বলে শেখ হাসিনার নৃশংসতার সাথে একাত্তরে বাংলাদেশের মানুষের উপর পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি আমার। দুটোই জঘন্যতম অপরাধ। কিন্তু যারা মনে করেছেন আমি একাত্তরের গণহত্যাকে ছোট করে দেখেছি, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।”
টিডিডি/এসআর