ফেনীতে চিকিৎসকের চেম্বারে যুবদল নেতার নেতৃত্বে হামলার অভিযোগ, আহত ২

প্রকাশিত: ১৪ জুন ২০২৫, ২০:৪৯

Thumbnail
প্রতীকী ছবি
ফেনীর সোনাগাজী উপজেলায় এক চিকিৎসকের চেম্বারে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে যুবদল নেতা ইকবাল হোসেন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। শুক্রবার(১৩ জুন) রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় চিকিৎসকের বোনসহ দুজন আহত হয়েছেন। 
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ঘটনার সময় তিনি প্রতিদিনের মতো নিজের বাড়িতে স্থাপিত চেম্বারে রোগী দেখছিলেন। ওই সময় যুবদল নেতা ইকবাল হোসেন তাঁর এক সহযোগী নুর হায়দারকে নিয়ে চেম্বারে প্রবেশ করতে চান। চিকিৎসকের সহকারী রুবেল তাঁদের কিছুক্ষণ অপেক্ষা করতে বললে ইকবাল ও তাঁর সহযোগী উত্তেজিত হয়ে তর্কে জড়ান। একপর্যায়ে তাঁরা জোরপূর্বক চেম্বারে ঢুকে অশোভন আচরণ করেন এবং চেম্বারের চেয়ার, দরজা, জানালা, সিসিটিভি ক্যামেরা, মনিটর, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন।
 
বিষয়টি নিয়ে ঢাকা ডায়েরির পক্ষ থেকে ভুক্তভোগী চিকিৎসক গোলাম রসুল সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও তিনি প্রথম আলোকে জানান, হামলাকারীরা তাঁর বড় বোন ও একজন সহকারীকে মারধর করেন এবং ভবিষ্যতে অনুমতি ছাড়া চেম্বার না খুলতে হুমকি দেন। তিনি অভিযোগ করেন, মাসখানেক আগেও কয়েকজন যুবক চেম্বারে চাঁদা দাবি করেছিলেন। এবার তারই ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
 
গণমাধ্যমটি অভিযুক্ত ইকবাল হোসেনের বরাত দিয়ে জানায়, অভিযোগ অস্বীকার করে তিনি জানিয়েছেন কোনো চাঁদা দাবি করেননি। তবে সিরিয়াল নিয়ে তর্কের জের ধরে তাঁর কিছু সহযোগী উত্তেজিত হয়ে ভাঙচুর করেছেন বলে স্বীকার করেছেন।
 
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েজিদ আকন্দ গণমাধ্যমটিকে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
টিডিডি/এএইচ/আখ/