ডাকসু নির্বাচন:
রিটার্নিং অফিসার বৃদ্ধিসহ সব হলের ভোটকেন্দ্র এক জায়গায় নেয়ার কথা ভাবছে ঢাবি প্রশাসন
প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ২২:০৫

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে চিফ রিটার্নিং-রিটার্নিং অফিসার সংখ্যা বৃদ্ধি এবং সবগুলো হলের ভোটকেন্দ্র এক জায়গায় করার কথা ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে করে সময় বাঁচবে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহজ বলে ধারণা তাদের।
শুক্রবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ দ্যা ঢাকা ডাইরিকে এ তথ্য জানান। তবে এক্ষেত্রে সাইন সংশোধন করা প্রয়োজন বলেও উল্লেখ করেন।
এদিকে বর্তমান ডাকসু আইনের ৮এর- (এফ) সেকশন অনুসারে, প্রেসিডেন্ট একজন প্রধান রিটার্নিং কর্মকর্তা এবং সর্বাধিক পাঁচজন রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ দেবেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ২৯ জানুয়ারি ২০১৯ তারিখে, গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়ম/ধারা সংশোধন করা হয়েছে।
এছাড়া ৮ এর (এইচ) সেকশন অনুসারে প্রতিটি আবাসিক হলে ভোট কেন্দ্র থাকবে এবং সংশ্লিষ্ট হলের সদস্যরা শুধুমাত্র উক্ত হলের ভোট কেন্দ্রেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
তবে গত ডাকসু নির্বাচনে আবাসিক হলগুলোতে বিরোধী দলীয়দের ভোট দানের বাঁধা ও নানান অনিয়মের অভিযোগ এনে আবাসিক হল থেকে ভোটকেন্দ্র সরিয়ে একাডেমিক ভবনে নেয়ার দাবি জানায় শিক্ষার্থীরা ও ছাত্রসংগঠনগুলো।
ভোটকেন্দ্র প্রসঙ্গে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, আমরা ডাকসু বিষয়ে অনেকগুলো খুটিনাটি বিষয় চেকলিস্ট করেছি। যেগুলো আইনগত জটিলতা আছে, সিন্ডিকেট সমাধান করতে পারে। আমরা সবগুলো হলের ভোট কেন্দ্র এক জায়গায় করার কথা ভাবছি। এতে করে সহজে ভোট পরিচালনা, গুজব প্রতিরোধও সহজ হবে। তবে এজন্য বিদ্যমান আইনের সংশোধন প্রয়োজন। বিষয়টি নিয়ে আগামীকাল আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিব। আলোচনার পরে সিন্ডিকেটে অনুমোদন পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
ভোটকেন্দ্র সরানোর বিষয়ে সাইফুদ্দিন আহমেদ বলেন, আমরা ভাবছি সেন্ট্রাল ফিল্ডে করা যায় কি-না বা কোনো ভবনে। কিন্তু সেক্ষেত্রে সেন্ট্রাল ফিল্ডে কিছু সমস্যা হতে পারে। যেমন- চল্লিশ হাজার ভোটার এক জায়গায় হওয়া, বৃষ্টি হলে ম্যানেজমেন্ট কঠিন হয়ে যেতে পারে। আমরা ভাবছি- দেখি কতটুকু করা যায়। সব কিছু মাথায় রেখেই সেটি করা হবে৷
রিটার্নিং অফিসার বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, গত ডাকসু নির্বাচনের সময় সিন্ডিকেটে সংশোধন করে একজন চিফ রিটার্নিং এবং পাঁচ জন রিটার্নিং অফিসার করা হয়েছে, আমরা সেটিকেও বাড়াতে চাই৷ তবে এটার জন্য সিন্ডিকেট অনুমোদন প্রয়োজন।
টিডিডি/ এমবিইউ/ এএইচআর/