ঢাবি সিন্ডিকেট আলোচনায় নির্বাচন কমিশন

ডাকসু 'বানচালের ষড়যন্ত্রের' বিরুদ্ধে কর্মসূচির ঘোষণা ছাত্র অধিকার পরিষদ সভাপতির

প্রকাশিত: ১৩ জুন ২০২৫, ২০:১২

Thumbnail
ছবি: বিন ইয়ামিন মোল্লা

আগামী ১৬জুন এক সিন্ডিকেট মিটিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশন অনুমোদন নিয়ে আলোচনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু নির্বাচন 'বানচালের ষড়যন্ত্র' রুখতে  ১৫জুনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে ছাত্র অধিকার পরিষদ পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা। শুক্রবার বিকেলে এক বার্তায় এ কর্মসূচির ঘোষণা দেন তিনি। 

কর্মসূচি ঘোষণা করে বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা জানতে পেরেছি, আগামী ১৬ জুন অনুষ্ঠিতব্য বিশেষ সিন্ডিকেট মিটিংয়ে ডাকসু নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনের সময়সীমা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অথচ, জুনের ২ তারিখের মধ্যে ঘোষণা দেওয়ার আশ্বাসে আমরা আগের অনশন কর্মসূচি ভেঙেছিলাম। কিন্তু সেই সময়সীমার মধ্যেও সন্তোষজনক অগ্রগতি দেখা যায়নি। কোন গোষ্ঠী যেন তালবাহানা করে ডাকসু নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে না পারে। তাই আগামী ১৫জুন, রবিবার থেকে আবারো অবস্থান কর্মসূচী চলবে।  

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন কমিশন ও নির্বাচনের সুনির্দিষ্ট ইশতেহার ছাড়া এই আন্দোলন আর থামবেনা প্রয়োজনে আন্দোলনের মাত্রা আরো তীব্র হবে  ইনশাআল্লাহ। জাতীয় নির্বাচনের টাইমলাইন চলে আসে কিন্তু  ডাকসু নির্বাচনের টাইম-তারিখ  আসতে এতো তালবাহানা কেন! ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিকারের প্রশ্নে কখনো হারেনা ইনশাআল্লাহ সেটা আমরা আবারো দেখিয়ে দিবো।

সিন্ডিকেট মিটিংয়ের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, ১৬ তারিখে সিন্ডিকেট মিটিংয়ে ডাকসু নিয়ে আলোচনা করা হবে। নির্বাচন কমিশন নিয়ে আমাদের একটি তালিকা করা হয়েছে। সিন্ডিকেটে অনুমোদন পেলেই ঘোষণা করা হবে।