বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২, চিকিৎসাধীন ৫০
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ১৬:৪০

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে। এদের একজনের মৃত্যু হয় দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই। আর অপরজন চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। এ দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জনের বেশি দগ্ধ হয়েছেন, যাদের অধিকাংশই শিক্ষার্থী।
সোমবার (২১ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন জরুরি বিভাগে এসেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। আমরা আপাতত প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।
টিডিডি/ এএইচআর