
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৬ জন ।
বুধবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ওই নারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তার বয়স ৩১ থেকে ৩৫ বছর।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১৬৫, চট্টগ্রামে ২৩, ঢাকা বিভাগে ৫৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৫, খুলনায় ১৮, ময়মনসিংহে ১০ ও রাজশাহীতে ৫১ হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩২ জন। এ নিয়ে চলতি বছরের এই পর্যন্ত ৯ হাজার ৭৪১ জন ছাড়পত্র পেয়েছেন।
এদিকে চলতি বছরের এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৯৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪৪ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, ১৯ জন এবং জুলাইতে ২ জনের মৃত্যু হয়েছে।
এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
টিডিডি/ এইচটি।