গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২৬২ জন হাসপাতালে, মৃত্যু ১
প্রকাশিত: ২৮ জুন ২০২৫, ১৭:১১

সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এই রোগে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া ২৬২ জন রোগীর মধ্যে বরিশাল বিভাগে সর্বাধিক ১৪১ জন, চট্টগ্রামে ৪০ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ১৮ জন, ঢাকা উত্তর সিটিতে ৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪০ জন, খুলনায় ৬ জন, ময়মনসিংহে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ২১৮ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৮,৩৮০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯,৪৮৪ জনে। এর মধ্যে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪১ জন।
টিডিডি/ এএইচআর