ঢামেকে জন্ম নেওয়া ছয় যমজ নবজাতকের পাঁচজনের মৃত্যু

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:২০

Thumbnail
ঢাকা মেডিকেল কলেজ

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়া ছয় যমজ নবজাতকের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন নবজাতক মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় পাঁচ নবজাতক মৃত্যুবরণ করেছে।

নবজাতকদের স্বজন বাবুল মিয়া জানান, একে একে পাঁচ নবজাতক মারা গেছে। তাদের দাফন আজিমপুর কবরস্থানে সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, এখনও জীবিত থাকা একমাত্র নবজাতককে নিয়ে মা মোকসেদা আক্তার প্রিয়া বর্তমানে রাজধানীর কাঁটাবনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আজ সকালে তিনি ঢামেক থেকে ছাড়পত্র পান।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে ঢামেক এনআইসিইউতে দুই নবজাতকের মৃত্যু হয়। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরেক কন্যাশিশু। একইদিন সন্ধ্যায় ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও এক নবজাতক।

রবিবার সকালে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে স্বাভাবিক প্রসবের মাধ্যমে নোয়াখালীর সেনবাগ উপজেলার ২৩ বছর বয়সী মোকসেদা আক্তার প্রিয়া জন্ম দেন ছয়টি শিশু সন্তানের—তিন ছেলে ও তিন মেয়ে। তবে গর্ভকাল পূর্ণ হওয়ার আগেই, মাত্র ২৭ সপ্তাহে এ জন্ম হওয়ায় এবং নবজাতকদের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকায় জন্মের পর থেকেই তাদের অবস্থা সংকটাপন্ন ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এই হৃদয়বিদারক ঘটনায় পরিবারসহ হাসপাতালজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তবে শেষ জীবিত নবজাতককে নিয়ে এখনও আশায় বুক বাঁধছে পরিবার।