ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৩৯২

প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ১৮:৩৪

Thumbnail
প্রতীকি ছবি
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের হার বাড়ছে উদ্বেগজনকভাবে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯২ জন রোগী।
 
সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে ঢাকা সিটি করপোরেশন ও বরিশাল বিভাগে। এছাড়া, আক্রান্তের সংখ্যায় বরিশাল বিভাগ আবারও শীর্ষে রয়েছে, যেখানে একদিনে ১২৬ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
 
সারাদেশের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ জন রোগী এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০৬ জন।
 
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জুন পর্যন্ত দেশে মোট ৮ হাজার ১৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীদের মধ্যে সমান সংখ্যক পুরুষ ও নারী রয়েছে।
 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী।
 
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই স্থানীয় প্রশাসন ও নগরবাসীকে এ বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। 
টিডিডি/ এএইচআর