করোনায় টিকা নেওয়া এখনো সবচেয়ে কার্যকর প্রতিরোধ: ডা. মাসুদা পারভীন
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ১৬:৫৭

আবারো চোঁখ রাঙাচ্ছে করোনা মহামারী। বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের মানুষও রয়েছে আতঙ্কে। করোনা ভাইরাস থেকে কিভাবে সুস্থ থাকা যায় এবিষয়ে দ্যা ঢাকা ডায়েরীর সঙ্গে কথা বলেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডা. মাসুদা পারভীন মিনু।
শুক্রবার(২০ জুন) ঢাকা ডায়েরির সাথে একান্ত আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. মাসুদা পারভীন মিনু বলেন, সম্প্রতি দেশে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। ২০২০ সালে বিশ্বব্যাপী মহামারির পর কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখন নতুন করে সংক্রমণ বৃদ্ধি আমাদের নতুন করে সচেতন হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ভাইরাসটির নতুন ধরনগুলো অধিক সংক্রামক এবং অনেক ক্ষেত্রেই আগের চেয়ে দ্রুত ছড়াতে সক্ষম।
তিনি আরো বলেন, করোনা প্রতিরোধে আমাদের ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে জরুরি। জনসমাগমপূর্ণ স্থানে মাস্ক পরিধান করুন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। ঘন ঘন সাবান-পানি দিয়ে হাত ধোয়া অভ্যাসে পরিণত করুন। যারা সর্দি-জ্বরে আক্রান্ত, তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখা উত্তম। সম্ভব হলে ঘরোয়া পরিবেশেও বয়স্ক ও অসুস্থদের জন্য আলাদা সতর্কতা নিন।
এই চিকিৎসক জানান, টিকা নেওয়া এখনো সবচেয়ে কার্যকর প্রতিরোধ। যাঁরা এখনো বুস্টার ডোজ নেননি বা যাঁদের দ্বিতীয় ডোজের পর দীর্ঘ সময় পেরিয়েছে, দ্রুত টিকা গ্রহণ করুন। টিকা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং জটিলতা কমায়।
জ্বর-কাশির বিষয়ে সচেতন করে তিনি বলেন, জ্বর, কাশি, গলাব্যথা, ঘ্রাণ বা স্বাদহীনতা দেখা দিলে অবহেলা না করে পরীক্ষা করান এবং আলাদা থাকুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধ গ্রহণ করবেন না।
পরামর্শ দিয়ে তিনি বলেন, সবচেয়ে বড় কথা, আতঙ্কিত না হয়ে সচেতন হোন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। করোনা এখনো শেষ হয়ে যায়নি, কিন্তু আমরা চাইলে প্রতিরোধ নিশ্চিত করতে পারি।
টিডিডি/ এএইচআর/ আরটি/