ডেঙ্গুতে নতুন আক্রান্ত ২৪৪জন 

প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ১৮:৩৭

Thumbnail
প্রতীকি ছবি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি।
 
মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বাধিক ১৩৮ জন শনাক্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯ জন, ঢাকা বিভাগের বাইরের এলাকায় ২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে চার জন, দক্ষিণ সিটি করপোরেশনে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে একজন এবং রাজশাহী বিভাগে ২৪ জন আক্রান্ত হয়েছেন।
 
চলতি জুন মাসের প্রথম ১৭ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ১২১ জন, মৃত্যু হয়েছে সাতজনের। আর চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩০ জন।
 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬ হাজার ৪৬৬ জন। এর মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৬৯৮ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ২০৯ জন।
 
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৬ হাজার ২২২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চলতি বছরের জানুয়ারি মাসে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১৬১ জন ও মৃত্যু ১০ জন; ফেব্রুয়ারিতে ৩৭৪ জন ও মৃত্যু তিনজন; মার্চে আক্রান্ত ৩৩৬ জন ও মৃত্যু নেই; এপ্রিল মাসে আক্রান্ত ৭০১ জন ও মৃত্যু সাতজন; মে মাসে আক্রান্ত ১ হাজার ৭৭৩ জন ও মৃত্যু তিনজন।
 
 
টিডিডি/ এএইচআর/