দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৩৩১
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ১৭:২০

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩১ জন রোগী।
শনিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, ঢাকা বিভাগে ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, দক্ষিণে ৪৭ জন, খুলনায় ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগে তিনজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মারা যাওয়া তিনজনই পুরুষ। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন মারা গেছেন রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে।
চলতি জুলাই মাসেই ডেঙ্গুতে মারা গেছেন ৩১ জন, যা ২০২৫ সালের মধ্যে সর্বোচ্চ। আগের মাসগুলোর মধ্যে জুনে মারা যান ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন এবং মে মাসে মারা যান তিনজন। মার্চ মাসে কোনো মৃত্যু হয়নি।
এ বছর জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৯ হাজার ১২০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৭৫ জন। এখনো দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৩৫৪ জন।
টিডিডি/এএইচআর