ঢাবি অধিভুক্তি বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ২১:০২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বিআইটি (বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি) মডেলে স্বতন্ত্র প্রতিষ্ঠানের স্বীকৃতির দাবিতে বিক্ষোভ করেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে লিখিত সমাধান না মিললে দেশের চারটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ একত্রে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করবেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ময়মনসিংহ শহরের টাউন হল মোড়ের জুলাই চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা। সেখান থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অবস্থান নেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে স্মারকলিপি দিয়ে, ক্যাম্পাসে পথনাটক, বিতর্ক, পোস্টারিংসহ বিভিন্ন গঠনমূলক কর্মসূচির মাধ্যমে দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো লিখিত প্রতিশ্রুতি বা সমাধান পাওয়া যায়নি। বরং আন্দোলন চালালে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, এমনকি প্রতিষ্ঠানটির অস্তিত্ব নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থী সালমান বলেন, “শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান চাইলে কর্তৃপক্ষ বরং উদাসীনতা দেখায়। তারা আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে।”
৯ জুলাই সড়ক অবরোধের পর জেলা প্রশাসক শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি বলেও অভিযোগ শিক্ষার্থীদের।
এ সময় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সিভিল বিভাগের শিবাজি রায় মৃদুল, সালমান, ইইই বিভাগের আশরাফ, মুবিন, কামরুল ইসলাম, রনি প্রমুখ।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, “জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট সচিবের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করছি, আগামী সপ্তাহেই শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের তারিখ নির্ধারণ হবে।”
উল্লেখ্য, বরিশাল, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেটের চার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা একত্রে এই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের মূল দাবি, বিআইটির আদলে স্বতন্ত্র স্বীকৃতি দিয়ে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা নিশ্চিত করা।
টিডিডি/ এএইচআর