অপরাধ দমনে পুলিশকে রাজনৈতিক প্রভাববলয়ের বাইরে রাখতে হবে: হাসনাত আবদুল্লাহ
প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ১৩:৪১

অপরাধ দমনে পুলিশকে অবশ্যই রাজনৈতিক প্রভাববলয়ের বাইরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শনিবার (১২ জূলাই) সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব ভেরিফায়েড প্রোফাইলে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ওই পোস্টে তিনি লিখেছেন, পোস্টিং ও প্রমোশনের মুলা ঝুলিয়ে আর কতকাল পুলিশকে রাজনৈতিক দমন-পীড়নে সরকারের পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হবে?
এসময় তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপরাধ দমনে পুলিশকে অবশ্যই রাজনৈতিক প্রভাববলয়ের বাইরে রাখতে হবে। অবিলম্বে পুলিশ কমিশন বাস্তবায়ন করুন।
উল্লেখ্য, বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের নিরপেক্ষতা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে। বিভিন্ন সময় পুলিশ প্রশাসনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ উঠেছে। বিশেষ করে বিরোধী দল ও ভিন্নমত দমন এবং নির্বাচনের সময় পক্ষপাতদুষ্ট ভূমিকার কারণে। এ পরিস্থিতিতে পেশাদার ও দায়বদ্ধ পুলিশ বাহিনী গঠনের দাবি সকল স্তরের নাগরিকদের। সেই দাবির প্রেক্ষিতে পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। বল প্রয়োগ, আটক, গ্রেফতার, তল্লাশি, জিজ্ঞাসাবাদ, মানবাধিকার, প্রভাবমুক্ত ও জবাবদিহিমূলক বাহিনী গঠন, থানায় জিডি রেকর্ড, মামলা রুজু, তদন্ত ও ফেরিফিকেশনসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ করেছে কমিশন।
টিডিডি/ এএইচআর