বহিষ্কৃত জামায়াত নেতার নেতৃত্বে ৪৫ জনের বিএনপিতে যোগদান

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৫

Thumbnail
ছবি: সংগৃহীত
ভোলার চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের জামায়াতের বহিষ্কৃত সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুলমাল (ক্যাশিয়ার) মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে ৪৫ জন বিএনপিতে যোগদান করেছেন। তারা সবাই আগে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করা হলেও, জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওমর ফারুকসহ এদের সঙ্গে বর্তমানে কোনো সম্পর্ক নেই।
 
ঘটনা অনুসারে, সোমবার (সেপ্টেম্বর) রাতে চরফ্যাশন উপজেলা শহরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে ভোলা-৪ সংসদীয় আসনের সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের বাসভবনে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। 
 
যোগদান অনুষ্ঠানে মাওলানা ওমর ফারুক বলেন, দুলারহাট থানা এলাকায় জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না। বিএনপির কার্যক্রম আমাদের গ্রহণযোগ্য মনে হওয়ায় আমরা যোগদান করেছি।
 
সাবেক এমপি নাজিম উদ্দীন আলম বলেন, আপনারা বিএনপিতে যোগ দিয়ে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছেন, এজন্য আমি ধন্যবাদ জানাই। এই যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিজয়ের পথ সুগম করবে।
 
জামায়াতে ইসলামের ভোলা জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ জানিয়েছেন, ওমর ফারুককে ২০২৪ সালের ৫ জুলাই দলীয় অর্থ আত্মসাৎ ও শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তী এক বছর ধরে তার সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। এছাড়া যারা ওমর ফারুকের সঙ্গে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের কেউ জামায়াতের পরিচিত নয়। তিনি এ ঘটনা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
 
 
টিডিডি/ এএইচআর