আবার সেই ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে: জামায়াত সেক্রেটারি

প্রকাশিত: ১১ জুলাই ২০২৫, ২১:৪৩

Thumbnail
ছবি: সংগৃহীত

গত বুধবার (৯ জুলাই) রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় প্রকাশ্যে দিবালোকে ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত মহিনকে গণমাধ্যমের বরাত দিয়ে যুবদলের নেতা বলে অভিযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

এসময় তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, এরা যে রাজনীতির কথা বলে—সেই রাজনীতিতে জনগণের জান-মাল কতটা নিরাপদ? যদি এদের হাতে রাষ্ট্রের দায়িত্ব যায়, তবে রাষ্ট্র কিংবা জনগণ—কেউই তাদের কাছ থেকে নিরাপদ থাকবে না। আবার সেই ফ্যাসিবাদেরই পদধ্বনি শোনা যাচ্ছে।

শুক্রবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব ভেরিফায়েড অ্যাকাউন্টে ‘‘চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে’’ শিরোনামে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

এই জামায়াত নেতা তার পোস্টে আরও লিখেছেন, ‘‘রাজধানীতে চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে। পুলিশ ‘‘যুবদল নেতা মঈন’’সহ দুজনকে আটক করেছে।’’

এই যুগে প্রকাশ্যে দিবালোকে এভাবে পাথর মেরে একজন মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা—সেটাও শুধুমাত্র সামান্য চাঁদা না দেওয়ার কারণে—আইয়ামে জাহেলিয়াতকেও হার মানায় বলে মন্তব্য করে তিনি আরও লিখেছেন, এই দৃশ্য জাহেলিয়াতের লোমহর্ষক নিষ্ঠুরতা ও বর্বরতাকেই যেন স্মরণ করিয়ে দেয়।

টিডিডি/ এএইচআর