জুলাই অভ্যুত্থান: ১১ জুলাই প্রথম পুলিশের বাধার মুখে পড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত: ১১ জুলাই ২০২৫, ১৫:১৭

Thumbnail
১১ জুলাই প্রথম পুলিশের বাধার মুখে পড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা

২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়। যা একপর্যায়ে সরকার বিরোধী গণ আন্দোলনে রূপ নেয়। যার ফলে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় স্বৈরাচার শেখ হাসিনা। গতবছরের আজকের এই দিনে (১১ জুলাই) দেশের নানা প্রান্তে প্রথম বাধার মুখে পড়ে আন্দোলকারীরা। সেদিন মিছিল নিয়ে যাওয়ার পথে নীলক্ষেত এলাকায় প্রথম বাধার সম্মুখীন হয়েছিল ঢাকা কলেজ শিক্ষার্থীরা। 

সেদিন বিকেল ৪টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভকারীরা কোটা সংস্কারের দাবিতে ও সরকারি চাকরিতে চলমান বৈষম্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলটি নীলক্ষেত মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। যার ফলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষার্থীরা পিছু হটে কলেজের মূল ফটকে এসে জড়ো হন।

পরে ঢাকা কলেজ গেটের সামনে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন কলেজের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক নাজমুল হাসান। তিনি সেখানে ‘বাংলা ব্লকেডকর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের নিজ দায়িত্বে শাহবাগের দিকে যাওয়ার আহ্বান জানান।

এ ঘটনায় ঢাকা কলেজ এলাকায় কিছু সময়ের জন্য টান টান উত্তেজনা বিরাজ করেছিল। তবে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সেদিনের কর্মসূচি শেষ হয়। ঐদিন শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবরোধ করার চেষ্টা করলেও তা পুলিশের কঠোর অবস্থানের কারণে তা সফল হয়নি।

টিডিডি/এসআর