এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: ১১ জুলাই ২০২৫, ০১:০৬

Thumbnail
ছবি: সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়ায় এসএসসি পরীক্ষায় ফেল করায় নাগমণি (১৭) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা নাগমণির বাবা বি. কৃষ্ণ জানান, আজ আমার মেয়ে নাগমণির এসএসসি পরীক্ষার রেজাল্ট দেয়। সে পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি। সেই অভিমানে রাতে নিজের রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে। পরে আমরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান— আমার মেয়ে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গেন্ডারিয়া থেকে এসএসসি পরীক্ষার্থীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার জানায়, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

টিডিডি/ এইচটি।