
বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা এলাকায় রাহুল সরকার (৩৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাহুল সরকার বগুড়া পৌর যুবদলের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক। তিনি শাজাহানপুর উপজেলার কৈগাড়ী এলাকার মৃত আব্দুস সোবাহান সরকারের ছেলে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে রাহুল সরকার মাগুরা গ্রামের উত্তরপাড়া এলাকায় যান। সেখানে তার একটি পুকুর লিজ নেওয়া আছে। সেই পুকুরে বরশি দিয়ে মাছ ধরছিলেন তিনি। সেখানে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে রাহুল ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। নিহত রাহুলের মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এইচটি।