
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হাফেজ আকরাম হুসাইনকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
রোববার (১ জুন) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৪ সদস্যের মহানগর উত্তরের কমিটি ঘোষণা করা হয়।
আকরাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সদস্য হিসেবে ছাত্র-জনতার অভ্যুত্থানে নীতিনির্ধারণী ভূমিকায় ছিলেন। তিনি ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সে সময় সভাপতি ছিলেন এনসিপির বর্তমান সদস্যসচিব আখতার হোসেন।
সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক শেষ করা আকরাম একজন হাফেজ, তারাবির ইমাম ও উদ্যোক্তা। তিনি একটি আইটি ফার্মের প্রতিষ্ঠাতা এবং ‘সমাজচিন্তা’ পত্রিকার সম্পাদক। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন।
কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে মোস্তাক আহমেদ শিশির ও ১১ জন সদস্য রয়েছেন, যাদের মধ্যে আছেন: এম এম শোয়াইব, আব্দুল্লাহ আল মনসুর, মুনতাসির মাহমুদ, সৈয়দা নীলিমা দোলা, কাজী সাইফুল ইসলাম, সর্দার আমিরুল ইসলাম, মাশকুর রাতুল, মাইনুল ইসলাম, ওমর ফারুক, খালেদা আক্তার ও নাদিয়া চৌধুরী।