জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটুক্তির অভিযোগে পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ১৮:৫৭

Thumbnail
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় জুলাই গনঅভ্যুত্থান নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ফারজুল ইসলাম রনি নামের এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

শনিবার (৫ জুলাই) কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

ওসি মোশাররফ হোসেন গণমাধ্যকে জানান, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ এর আগে তাকে ক্লোজড করা হয়েছিল। তার ছুটি বাতিল করা হয়েছিল এবং তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এরপরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুলাই বিকেলে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই অভ্যুত্থানকে অবমাননা করে পোস্ট করেন কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলাম রনি। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফুঁসে ওঠে ছাত্রসমাজ। এরপর তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচিও পালন করেন বিক্ষুব্ধরা। পরে মঙ্গলবার রাতেই অভিযুক্ত পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। ওই পুলিশ সদস্যের ছুটি বাতিল করা হয়। তিনি ছুটিতে গিয়ে পোস্টটি করেন। এরপর আর কাজে ফেরেননি কনস্টেবল রনি। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।

 টিডিডি/ এএইচআর