নিবন্ধন ফিরে পেল জামায়াত, দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশন
প্রকাশিত: ০১ জুন ২০২৫, ১০:২০

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহালের নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। তবে দলটির পূর্ববর্তী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ বহাল থাকবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
১ জুন (রবিবার) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন।
এই রায়ের মাধ্যমে দলটির নিবন্ধন বাতিল সংক্রান্ত হাইকোর্টের পূর্ববর্তী রায় বাতিল করা হয়। একই সঙ্গে নির্বাচন কমিশনকে (ইসি) অবিলম্বে এ নির্দেশনা বাস্তবায়নেরও আদেশ দেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামীর পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন এবং ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম।