আদালতকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিলে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: বুলবুল

প্রকাশিত: ৩১ মে ২০২৫, ১৩:১২

Thumbnail
নূরুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, “আদালত যদি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়, তাহলে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব। কিন্তু বিচার বিভাগে সরকার হস্তক্ষেপ করলে ন্যায়বিচার বাধাগ্রস্ত হয়। এর বড় উদাহরণ মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম।”

শুক্রবার (৩০ মে) রাজধানীর তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এই আয়োজনটি এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য শুকরিয়া আদায় এবং এতিম শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজ উপলক্ষে অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, “এটিএম আজহারুল ইসলাম ছিলেন আওয়ামী লীগ সরকারের মিথ্যা মামলা, সাজানো সাক্ষ্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রসিকিউশনের শিকার। যার বিরুদ্ধে আনীত মানবতাবিরোধী অভিযোগে পরিবারের একজন সদস্যকেও সাক্ষী হিসেবে হাজির করা হয়নি, কারণ অভিযোগ ছিল ভিত্তিহীন। সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চ সব দিক পর্যালোচনা করে তাকে নির্দোষ প্রমাণ করে বেকসুর খালাস দিয়েছেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ জামায়াতের মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ এতিম শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।