শেখ হাসিনার জন্মদিনে টিএসসিতে কুকুরকে কেক খাওয়ানোর কর্মসূচি
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৮

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে দ্য রেড জুলাই নামের একটি সংগঠন। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত কর্মসূচিতে শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানারে জুতা নিক্ষেপ ও কুকুরকে কেক খাওয়ানোর কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
কর্মসূচির শুরুতে রাজু ভাস্কর্যের পাদদেশে শেখ হাসিনার একটি বড় ছবি টানিয়ে রাখা হয়। পরে সংগঠনের কর্মীদের সঙ্গে সেখানে উপস্থিত সাধারণ উৎসুক জনতাকে ‘শুভ শুভ শুভদিন, খুনি হাসিনার জন্মদিন’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ব্যানারে জুতা নিক্ষেপ করার পাশাপাশি তারা শেখ হাসিনার জন্মদিন ‘প্রতিবাদ হিসেবে’ পালনের উদ্দেশ্যে কেক কাটে এবং সেই কেক কুকুরকে খাওয়ানোর কর্মসূচি পালন করে।
কর্মসূচির আয়োজক সংগঠন দ্য রেড জুলাই দাবি করে, তারা এই আয়োজনের মাধ্যমে ‘গণতন্ত্র হত্যার প্রতিবাদ এবং রাষ্ট্রীয় দমন-পীড়নের প্রতীকী প্রতিরোধ’ জানাচ্ছে। শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে এমন কর্মসূচিকে কেন্দ্র করে টিএসসি এলাকায় উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।