
ফরিদপুরে মাহিন্দ্র স্ট্যান্ডে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারের পর জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমান লিমনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে একই দিন সকালে শহরের ওয়্যারলেসপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমান লিমনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত ইতোমধ্যেই কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন কার্যকর করেছেন। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল গ্রহণ করবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে মাসুদুর রহমান লিমনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনার পটভূমিতে জানা যায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের গোয়ালচামট এলাকার ভাঙা রাস্তার মোড়ে মাসুদুর রহমান লিমনের বাহিনী চাঁদার দাবিতে শহরের টেম্পো স্ট্যান্ডে তাণ্ডব চালিয়ে ২৩টি মাহিন্দ্র ভাঙচুর করে। এ ঘটনায় কমপক্ষে ২৫ থেকে ৩০ জন আহত হন, তাদের মধ্যে ৬ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। কোতোয়ালি থানায় ঘটনায় সাতজনকে আসামি করে মামলা হয়েছে। পরে পুলিশ যুবদল নেতা মাসুদুর রহমান লিমনসহ দুজনকে গ্রেপ্তার করে।
টিডিডি/ এএইচআর