ভারতকে ৫০০ কেজি চিনিগুড়া চাল উপহার দিল বাংলাদেশ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৬

Thumbnail
ছবি : সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের উদ্দেশে বিশেষ উপহার হিসেবে পাঠানো হলো সুগন্ধি চিনিগুড়া চাল।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চালভর্তি একটি পিকআপ ভ্যান ভারতের আগরতলার আন্তর্জাতিক স্থলবন্দরে প্রবেশ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাঠানো মোট ৫০০ কেজি চাল ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে পৌঁছাবে। পরে সেখান থেকে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাঝে উপহার হিসেবে এ চাল বিতরণ করা হবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূইয়া জানান, বাংলাদেশ সরকার প্রতিবছর বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎসবে বন্ধুত্বের নিদর্শন হিসেবে প্রতিবেশী দেশ ভারতে বিশেষ উপহার পাঠায়। এবারের দুর্গাপূজায় চিনিগুড়া চাল পাঠানো হয়েছে, যা বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বিতরণ করা হবে।