জাতীয়তাবাদী মহিলা দল রাজপথে সক্রিয় ভূমিকার জন্য প্রস্তুত: আফরোজা আব্বাস

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৩

Thumbnail
আফরোজা আব্বাস

জাতীয়তাবাদী (বিএনপি) মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, জুলাই বিপ্লব আন্দোলনে মহিলা দলের অংশগ্রহণ ছিল গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার পতনের আন্দোলনে এমন কোনো দিন ছিল না যখন মহিলা দলের কর্মীরা মাঠে উপস্থিত ছিলেন না। তিনি জানান, আগামী নির্বাচনের জন্য বা দেশের যেকোনো প্রয়োজনে মহিলা দল সর্বদা প্রস্তুত রয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে জেলা মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন আফরোজা আব্বাস।

সভায় তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের সঙ্গে মহিলা দল রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে। এছাড়া তিনি জানান, তারেক রহমান দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তাঁরা তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত।

আফরোজা আব্বাস আরও বলেন, ‘কিছু রাজনৈতিক দল পিআরের কথা বলে মাঠে নামছে, এটি তাদের দ্বিচারিতা।’

টাঙ্গাইল জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা মহিলা দলের সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদী, সাংগঠনিক সম্পাদক সুলতান বিলকিস লতা প্রমুখ।