ভারতীয় সিনেমা ‘রক্তবীজ ২’-তে হাসিনার চরিত্র, দেখানো হয়েছে বাংলাদেশ-ভারতের টানাপোড়নের সম্পর্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০

Thumbnail
ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহেই মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রক্তবীজ ২’। মুক্তির আগে প্রকাশিত টিজার ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে নানা আলোচনা।

টিজারে দেখা গেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রকে, যা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। মূলত সিনেমাটিতে ভারত–বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন ও রাজনৈতিক প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘রক্তবীজ ২’। সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন সীমা বিশ্বাস এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে থাকছেন ভিক্টর ব্যানার্জি। এছাড়াও অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, অনুসূয়া মজুমদার ও নুসরত জাহান।

অন্যদিকে, টিজার প্রকাশের পর থেকেই প্রশংসা কুড়াচ্ছেন অঙ্কুশ। বিশেষভাবে তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন টলিউড তারকা দেব। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন— “টিজারটা দেখে খুব ভালো লাগল ভাই, গোটা টিমকে অনেক শুভেচ্ছা।”

 

 

টিডিডি/ এএইচআর