শীঘ্রই মিউজিক ক্যারিয়ারের ইতি টানবেন তাহসান

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫২

Thumbnail
ছবি: সংগৃহীত
বেশ কয়েক বছর আগে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তাহসান খান। এবার গান থেকেও বিদায়ের ইঙ্গিত দিলেন জনপ্রিয় এই শিল্পী। অস্ট্রেলিয়ায় মেলবোর্নের কনসার্টে শেষে তিনি ঘোষণা দিলেন, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন।
 
ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ায় গানের কনসার্টের সফরে আছেন তাহসান। গত ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড থেকে শুরু হয়েছে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডের অস্ট্রেলিয়া সফর। অ্যাডিলেডের পর ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি এবং ২০ সেপ্টেম্বর মেলবোর্নে গান শোনান তাহসান। ২৭ সেপ্টেম্বর গাইবেন পার্থে।
 
গত ২০ সেপ্টেম্বর, মেলবোর্নের কনসার্টে গাইতে উঠেই অন্তিম সময়ের খবরটি দেন তাহসান। বলেন, ‘অনেক জায়গায় লেখালেখি হচ্ছে যে, এটা আমার লাস্ট কনসার্ট। আসলে লাস্ট কনসার্ট নয়, লাস্ট ট্যুর। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটা হয়তো ইতি টানব। ইটস ন্যাচারাল।’
 
এরপর মজা করেই তাহসান বলেন, ‘সারাদিন কি স্টেজে লাফালাফি করা যায় এই দাড়ি নিয়ে? মেয়ে বড় হয়ে গেছে। অভিনয় থেকে বিরতি নেওয়া শুরু করেছি বেশ কয়েক বছর হয়ে গেল। গান থেকেও বিরতি নেওয়া শুরু করেছি। এই রাতটি হয়তো আপনাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আর হয়তো আসা হবে না মেলবোর্ন। বাট, আই উইল মিস ইউ।’
 
১৯৯৮ সালে ব্যান্ড ব্ল্যাক দিয়ে সংগীতে যাত্রা শুরু করেছিলেন তাহসান। এরপর একক ক্যারিয়ার গড়ার পাশাপাশি গড়েছিলেন তাহসান অ্যান্ড দ্য সুফিজ ব্যান্ড। বর্তমানে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড নিয়ে দেশ-বিদেশে নিয়মিত কনসার্টে পারফর্ম করছিলেন তিনি। সেখানে দাঁড়িয়েই ২৫ বছরের সংগীতজীবনকে বিদায়ের দিকে এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে হতবাক করে দিলেন ভক্তদের।
 
টিডিডি/ওএইচ