একটি লোক নির্বাচন চায় না, তিনি হলেন ড. ইউনূস: মির্জা আব্বাস

প্রকাশিত: ৩০ মে ২০২৫, ১৯:৩৬

Thumbnail
মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি জাপানে বসে বিএনপি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন, যা জাতির জন্য লজ্জার। শুক্রবার (৩০ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, “ড. ইউনূস বলেছেন, একটি দল নির্বাচন চায়। আমি বলি, একটি লোক নির্বাচন চায় না, আর তিনি হলেন ড. ইউনূস।”

তিনি আরও বলেন, “বিএনপি বারবার বলেছে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে। এই ডিসেম্বরের কথা ইউনূস নিজেও আগে বলেছেন। পরে আবার সেই কথা থেকে সরে জুন মাসে নিলেন। এখন দেখা যাচ্ছে, তারা নির্বাচন দেখতে চায় না।”

এ সময় তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, “সংস্কারের নামে বিদেশ থেকে লোক আমদানি করা হয়েছে। অথচ এখন তারা সংস্কার নয়, নির্বাচন ঠেকাতেই ব্যস্ত।”