মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৫

Thumbnail
ছবি: সংগৃহীত

লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনকে (৭১) শেষ ইচ্ছা অনুযায়ী তার মা-বাবার কবরে দাফন করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফরিদা পারভীনের মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়ি কুষ্টিয়া পৌর কবরস্থানে এসে পৌঁছায়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন শিল্পীর পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, লেখক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার, লালন গবেষক ও লেখক অ্যাডভোকেট লালিম হকসহ আরো অনেকে।

এর আগে, বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে লাশবাহী গাড়ি কুষ্টিয়ার পথে রওনা দেয়।

স্বজনেরা জানিয়েছেন, ফরিদা পারভীনের শেষ ইচ্ছা অনুযায়ী তার মা-বাবার কবরে দাফন করা হয়েছে।

শনিবার রাত ১০টা ১৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদা পারভীন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন।

ফরিদা পারভীনের জন্ম নাটোরে হলেও শৈশব-কৈশোরের অনেকটা সময়ই কেটেছে কুষ্টিয়ায়। এছাড়া, লালনের গান করায় শিল্পীর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে শহরটিতে।

এইচটি।