জাকসুর নব-নির্বাচিত নেতৃবৃন্দকে ‘অভিনন্দন’ জানালেন জামায়াত আমির

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:০২

Thumbnail
ছবি: জাকসু নির্বাচন কমিশন কার্যালয় ও জামায়াত আমির
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ’র (জাকসু) নবনির্বাচিত নেতৃবৃন্দকে ‘অভিনন্দন’ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 
 
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভ্যারিফাইড ফেইসবুক পেইজে একটি পোস্ট করেন তিনি। 
 
পোস্টে তিনি লিখেন, “শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সামগ্রিক কার্যক্রম সমাপ্ত হলো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল অংশীজনকে জানাই অভিনন্দন। বিশেষভাবে যারা সর্বোচ্চ ভোট পেয়ে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন, তাদের সকলকে জানাই উষ্ণ অভিনন্দন।”
 
তিনি আরো বলেন, “আজ তাদের উপর যে গুরু দায়িত্ব অর্পিত হলো, এ দায়িত্বের কথা স্মরণ রেখে আমরা আশা করব— ছাত্রসমাজের অর্পিত আমানত রক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন। এ কাজে মহান আল্লাহ তাদেরকে সহায়তা করুন।”
 
পোস্টে সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত থাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন এবং নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।
 
পাশাপাশি সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াত আমির। 
 
সবশেষে তিনি লিখেন, “সর্বোপরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। নির্বাচিত ছাত্র প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সম্মানিত শিক্ষকমণ্ডলী মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সমবেত প্রয়াসে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেবেন— আমরা তাদের কাছে এই প্রত্যাশাই করি।”
 
এর আগে একইদিন সন্ধ্যা সোয়া সাতটার দিকে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
 

টিডিডি/এসআর