ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে গাড়ি চালকের লাশ উদ্ধার
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫, ২০:১০

ময়মনসিংহ নগরীর বড়বাজার এলাকায় নির্মাণাধীন ভবন থেকে সুমন মিয়া (৩৫) নামে এক গাড়িচালকের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুর ১টার দিকে হিমেল হাওয়া টাওয়ার নামে ওই ভবনের লিফট বসানোর জন্য নির্মিত ফাঁকা স্থান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত সুমন মিয়া (৩৫) কর্মসূত্রে ময়মনসিংহ নগরীর আকুয়া গরুর খোয়াড় মোড় এলাকায় থাকতেন। ত্রিশাল উপজেলার ধারাবাজার (রামপুর) এলাকার মৃত ইয়াকুব আলী সরকার ও রমিছা খাতুনের ছেলে সুমন মিয়া। তিনি পেশায় প্রাইভেটকার চালক ছিলেন। প্রাথমিক তদন্তে এটিকে দুর্ঘটনা বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্মাণাধীন বহুতল ভবনটির লিফটের স্থানটি ফাঁকা ছিল। ভবনের প্রতিটি তলা থেকে সে স্থানটিতে যাওয়া যেত। ওই স্থানে দুর্ঘটনা এড়ানোর জন্য কোনো প্রতিবন্ধকতাও ছিল না। পুশিশের ধারণা, অসাবধানতাবশত তিনি লিফটের গর্তে পড়ে গিয়েছিলেন।
এ বিষয়ে ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
টিডিডি/এসআর