টি-টোয়েন্টি খেলতে ঢাকায় আসছে পাকিস্তান

প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ২০:৩৭

Thumbnail
ছবি: সংগৃহীত

আগামী মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা সফরে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। 

বুধবার (২৫  জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির ঘোষণায় জানানো হয়, ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সিরিজ সূচি অনুযায়ী—

২০ জুলাই: প্রথম টি-টোয়েন্টি, মিরপুর, সন্ধ্যা ৬টা২

২ জুলাই: দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর, সন্ধ্যা ৬টা

২৪ জুলাই: তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর, সন্ধ্যা ৬টা

সাম্প্রতিক সফরে গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। এবার ঘরের মাঠে সেই হারের প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবে লাল-সবুজের প্রতিনিধিরা।