দুর্দান্ত জয়ে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে শীর্ষে বার্সেলোনা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০

Thumbnail
ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগার সপ্তম রাউন্ডে রিয়াল সোসিয়াদাদকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। চোট কাটিয়ে ফেরা তরুণ লামিন ইয়ামাল বদলি নেমে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) ঘরের মাঠ লুইস কোম্পানি স্টেডিয়ামে রিয়াল সোসিয়াদাদকে আতিথ্য দেয় বার্সা। তবে ম্যাচের শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা। ৩১তম মিনিটে সোসিয়াদাদের হয়ে ওদ্রিওজোলা গোল করে এগিয়ে দেন দলকে।

তবে ১২ মিনিটের মধ্যেই ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। রাশফোর্ডের অ্যাসিস্ট থেকে জুলস কৌন্দে গোল করে ম্যাচে সমতা ফেরান। ১-১ গোলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর আরও আগ্রাসী হয়ে খেলতে থাকে বার্সা। ম্যাচের ৫৮তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন লামিন ইয়ামাল। মাঠে নেমেই নিজের প্রভাব রাখেন তিনি। ইয়ামালের দারুণ এক ক্রস থেকে হেডে গোল করে বার্সাকে এগিয়ে দেন রবার্ট লেভানডোভস্কি।

শেষ সময় পর্যন্ত রিয়াল সোসিয়াদাদ সমতা ফেরানোর চেষ্টা চালালেও বার্সার রক্ষণভাগ দেয়াল হয়ে দাঁড়ায়। ফলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

এই জয়ের ফলে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এখন বার্সেলোনা। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।