ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ ঘোষণার আহ্বান সালাহউদ্দিন আহমদের

প্রকাশিত: ৩০ মে ২০২৫, ১৭:৩০

Thumbnail
ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। তিনি বলেন, “দেশের জনগণের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা সৃষ্টি হয়েছে, এবং বিএনপি সেই জাতীয় প্রত্যাশার সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।”

আজ শুক্রবার দুপুরে হাইকোর্ট মাজার গেটে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এতে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

এর আগে বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের প্রতিচ্ছবি। তার জন্ম হয়েছিল দেশের স্বাধীনতার জন্য এবং শহীদ হয়েছেন সেই স্বাধীনতা রক্ষার সংগ্রামে।” সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করে বিচার বিভাগের স্বাধীনতার ভিত্তি হিসেবে জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন। কিন্তু স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার এই অগ্রদূতকে ষড়যন্ত্র করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।”

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমরা এই রাষ্ট্রে একটি গণতান্ত্রিক, সাংবিধানিক এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করব, যেখানে থাকবে সামাজিক সুবিচার।”

অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।