শত কোটির ক্লাবে আমির খানের সিনেমা

প্রকাশিত: ২৫ জুন ২০২৫, ১৫:৫৯

Thumbnail
ছবি: সংগৃহীত

১০০ কোটির ক্লাবে পা রাখলো আমির খানের সিতারে জামিন পার। ‘লাল সিং চাড্ডা’ মুক্তির পর সিনেমাটি মুখ থুবড়ে পরে, যা নিয়ে বেশ চিন্তিতও ছিলেন মিস্টার পারফেকশনিস্ট। অবশেষে সেই ব্যর্থতা ভুলে তিন বছর পর হাজির হয়েছেন নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’ নিয়ে। 

গত শুক্রবার মুক্তির প্রথম দিনে মোটামুটি ব্যবসা করলেও ধীর গতিতে বেড়েছে সিনেমাটির আয়।

হিন্দুস্তান টাইমস বলছে, মুক্তির মাত্র পাঁচ দিনেই ভারতের বক্স অফিসে ছবিটি ৭৫ কোটি রুপি টাকার ব্যবসা করে ফেলেছে ‘সিতারে জামিন পার’। শুধু তাই নয়, ছবিটি মাত্র চার দিনের মধ্যে বিশ্বব্যাপী ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ৫ দিনে ‘সিতারে জামিন পার’ বিশ্বব্যাপী  আয় করেছে ১২৩ কোটি রুপি। 

ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, আমির খানের ছবিটি মুক্তির চতুর্থ দিনেই সোমবার পর্যন্ত বিশ্বব্যাপী ১১০ কোটি রূপির ব্যবসা করেছে। খুব শীঘ্রই এই ছবিটি সানি দেওলের জাট-এর আয়ের রেকর্ডও ভেঙে দেবে বলে ধারণবা করা হচ্ছে।

মুক্তির প্রথম দিনে দেশি বক্স অফিসে ১০ কোটি ৭ লাখ রুপি আয় করে। এর পর থেকেই আয় বেড়েছে সিনেমাটির। গত শনিবার ২০ কোটি ২ লাখ, রোববার ২৭ কোটি ২৫ লাখ, সোমবার কিছুটা কমে ৮ কোটি ৫ লাখ এবং গতকাল মঙ্গলবার ছবিটি আয় করেছে ৮ কোটি ৫ লাখ রুপি। এখন পর্যন্ত আমিরের এই ছবির আয় দাঁড়িয়েছে ৭৫ কোটি রুপির বেশি।

আর এস প্রসন্ন পরিচালিত এ ছবিতে আমির খানকে একজন বাস্কেটবল কোচ হিসেবে দেখা গেছে, যিনি কিনা নিউরোডাইভারজেন্ট বাচ্চাদের একটি দলকে প্রশিক্ষণ দেন। ছবিতে আমিরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা।