
হেডিংলি টেস্টে জয় পেয়েছে ইংল্যান্ড। ভারতের ছুঁড়ে দেওয়া ৩৭১ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটের জয় পেয়েছে ইংলিশরা। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৪৭১ (শুভমান গিল ১৪৭, ঋষভ পন্ত ১৩৪, যশস্বী জয়সওয়াল ১০১)ও ৩৬৪ (লোকেশ রাহুল ১৩৭, পন্ত ১১৮; জশ টাং ৩–৭২)
ইংল্যান্ড: ৪৬৫ (অলি পোপ ১০৬, হ্যারি ব্রুক ৯৯, বুমরাহ ৫–৮৩)ও ৩৭৩/৫ (বেন ডাকেট ১৪৯, জ্যাক ক্রলি ৬৫, জো রুট ৫৩*)
ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী এবং পাঁচ ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে।