
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বুধবার (২৫ জুন) মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।
গলে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়েছে। দুই দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে পয়েন্ট ভাগাভাগি করেছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হওয়ায় ৪ পয়েন্ট করে পেয়েছে দুই দল।
সিংহলীজ স্পোর্টস ক্লাবে এর আগে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলেছে—২০০১, ২০০২ এবং ২০০৭ সালে। ১৮ বছর পর বাংলাদেশ আবার টেস্ট খেলতে যাচ্ছে শ্রীলঙ্কার ঐতিহাসিক এই মাঠে, যার পথচলা শুরু হয়েছিল ১৯৫২ সালে। যেখানে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের হেডকোয়ার্টারও।
প্রথম টেস্টে বাংলাদেশের পক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন শান্ত। যাতে ভর করে লঙ্কানদের সঙ্গে সিরিজের প্রথম টেস্টটি ড্র করে টাইগাররা। ফলে দ্বিতীয় টেস্ট হবে সিরিজ নির্ধারণী লড়াই।