গণতন্ত্রের নিরাপদ যাত্রা বারবার বাধাগ্রস্ত হচ্ছে: খালেদা জিয়া
প্রকাশিত: ২৯ মে ২০২৫, ২০:২৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, দেশে পদে পদে গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেওয়া ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, “প্রতি বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারের জন্য এক বেদনাবিধুর স্মৃতি বয়ে আনে। তবে এই শোক শুধু আমাদের নয়, গোটা জাতি এই দিনে অভিভাবকহীন এক বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলাদেশের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি দেশের স্বাধীনতার ইতিহাসে নিজের নাম অমর করে গেছেন। সেই চট্টগ্রামেই একজন সৎ, দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন।”
খালেদা জিয়া বলেন, “আমি বিশ্বাস করি, খুব শিগগিরই দেশে সবার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আর সেই গণতন্ত্র ও উন্নয়নের পথেই শহীদ জিয়াউর রহমানের রাজনীতিকে যথাযথ শ্রদ্ধা জানানো হবে।”
আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, “সরকারের উপদেষ্টাদের সঙ্গে সাধারণ জনগণের কোনো সংযোগ নেই। তারা মানুষের কষ্ট ও দুর্ভোগ সম্পর্কে জানে না। অনেকেই শুধু ফাইল দেখে সিদ্ধান্ত নিচ্ছেন। অথচ জনগণ ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার চায়, কিন্তু সরকার তা বুঝতে পারছে না।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক সংস্কারে বিএনপির আপত্তি নেই। তবে সংস্কারের নামে সময়ক্ষেপণের বিরোধিতা করি। প্রস্তাবিত সংস্কার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”