আমার ক্লাস ফাইভে পড়ুয়া ভাইকে 'ভুংভাং' বুঝিয়ে শিবিরের ফর্ম পূরণ করায়: উমামা ফাতেমা

প্রকাশিত: ২৯ মে ২০২৫, ২০:০২

Thumbnail
উমামা ফাতেমা। ছবি : সংগৃহীত

আমার ক্লাস ফাইভে পড়ুয়া ভাইকে 'ভুংভাং' বুঝিয়ে শিবিরের ফর্ম পূরণ করায়: উমামা ফাতেমা

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।

উমামা ফাতেমা লিখেছেন, তার ভাই যখন ক্লাস ফাইভে পড়তেন, তখন তিনি মেধাবী ছাত্র ছিলেন। সেই সময় ভালো ছাত্রদের লক্ষ্য করে রিক্রুটমেন্ট চালাত ছাত্রশিবির। এক পর্যায়ে নাসিরাবাদ বয়েজ স্কুলের সামনে একজন শিবির নেতা নানা রকম 'ভুংভাং' বোঝিয়ে তার ভাইয়ের কাছ থেকে একটি ফর্ম পূরণ করিয়ে নেয়। কয়েকদিন পর, যখন তার ভাই বন্ধুদের সঙ্গে ফুচকা খেতে স্কুলের সামনে যান, তখন সেই শিবির নেতা তার কাছে ৫০ টাকা চাঁদা চায়।

শিশু শিক্ষার্থীর পক্ষে এ ধরনের অর্থ জোগাড় করাই যেখানে কঠিন, সেখানে রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এমন আর্থিক চাঁদা দাবি নিয়ে উমামা প্রশ্ন তোলেন।

পোস্টে আরও বলা হয়, ওই সময় টিফিনের জন্য ৫–১০ টাকা নিয়ে যাওয়া হতো। সেখানে ৫০ টাকা চাঁদা কেন, জানতে চাইলে শিবির নেতা জানায়, তার ভাই নাকি নাসিরাবাদ বয়েজ শিবিরের সভাপতি! সে হিসেবে তাকে প্রতি মাসে চাঁদা দিতে হবে। এরপর থেকেই তার ভাই ঐ নেতাকে দেখলেই উল্টাপথে হাঁটতে শুরু করেন।

উমামা বলেন, ঘটনাটি পরে তাদের পরিবারের জন্য একধরনের পারিবারিক মজার গল্পে রূপ নেয়।

তিনি লেখেন, “ঝালমুড়ির টাকাটা আবার চাঁদা হিসেবে নিয়ে যায় যদি! এইটা একটা ছোট উদাহরণ আরকি, স্কুলের বাচ্চা পোলাপানকে শিবির কেমনে টার্গেট করে। পোলাপান দুইদিন বড় ভাইয়ের সাথে ঘুরে তিনদিনের দিন উল্টাপথে হাঁটা দেয়।”

তবে পরবর্তীতে তার ভেরিফাইড ফেসবুক একাউন্টে পোস্টটি আর পাওয়া যায়নি।