অস্বচ্ছল শিক্ষার্থীর বই কিনে দিলেন ঢাকা কলেজ ছাত্রদল নেতা

প্রকাশিত: ২৯ মে ২০২৫, ২০:০০

Thumbnail
ছবি: আর্থিক সহায়তা দিচ্ছেন ঢাকা কলেজ ছাত্রদল নেতা

আর্থিকভাবে অসচ্ছল এক শিক্ষার্থীকে একাডেমিক বই কিনে দিয়েছেন ঢাকা কলেজ ছাত্রদল নেতা। গত মঙ্গলবার (২৭ মে) বিকালে কলেজ ক্যাম্পাসে এ বই সহায়তা প্রদান করেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ জেনিন। 

আর্থিকভাবে অস্বচ্ছল বই সহায়তা পাওয়া শিক্ষার্থীর নাম আবু সাঈদ। তিনি ঢাকা কলেজ ২০২২-২৩ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। 

পাঠ্যবই সহায়তা পেয়ে আবু সাঈদ বলেন, "আমি এবং আমার পরিবারের অসচ্ছলতার কারণে বই কিনতে পারছিলাম না। আমার সহপাঠী বন্ধুদের উদ্যোগের ফলে জামাল আহমেদ জেনিন ভাই আমাকে বই কিনে দিয়েছেন, আমার যে কোন প্রয়োজনে পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন। আমার এই দুঃসময়ে আশার আলো দেখতে পেয়েছি, আমি এখন অনেকটাই দুশ্চিন্তা মুক্ত। আমি এখন থেকে নিয়মিত পড়াশোনা করতে পারব।
ভাইয়ের জন্য দোয়া ও শুভকামনা অব্যাহত থাকবে সবসময়। মহান সৃষ্টিকর্তা যেন তার স্বপ্নগুলো এবং মনের চাওয়াকে পূর্ণতা দেয়।আমার পড়ালেখার দুশ্চিন্তা ও হতাশা দূর করায় ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জামাল আহমেদ জেনিন ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।"

পাঠ্যবই সহায়তায় এসময়  ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সহ অন্যান্য নেতাকর্মী ও ঐ শিক্ষার্থীর সহপাঠীরা উপস্থিত ছিলেন।