বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: ঢাকা-বরিশালসহ অভ্যন্তরীণ সব নৌপথে লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশিত: ২৯ মে ২০২৫, ১৯:২১

Thumbnail
ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ নৌপথের পাশাপাশি ঢাকা-বরিশাল নৌপথেও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে এ নির্দেশ কার্যকর করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলবে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক ও বরিশাল নদীবন্দরের কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা গণমাধ্যমকে জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং বরিশালসহ দক্ষিণাঞ্চলে ২ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। এই সতর্কতার ভিত্তিতে বরিশালের অভ্যন্তরীণ ১০টি রুট এবং ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নিম্নচাপটি পটুয়াখালীর কলাপাড়া এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করতে শুরু করে, যার প্রভাবে বরিশালসহ দক্ষিণাঞ্চলে টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। বিভিন্ন নদ-নদীতে (যেমন: পায়রা, বিষখালী, বলেশ্বর, কীর্তনখোলা, তেঁতুলিয়া) প্রবল জলোচ্ছ্বাস দেখা দিয়েছে এবং কিছু জায়গায় জোয়ারের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নিচু এলাকা ও চরাঞ্চল প্লাবিত হয়ে স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছেন।

বরিশাল আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (বুধবার বিকেল ৩টা থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত) বরিশালে ৭০.৯০ মিলিমিটার বৃষ্টিপাত* রেকর্ড করা হয়েছে। নিম্নচাপের কারণে দেশের নদীবন্দরে ২ নম্বর এবং সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত* বহাল রয়েছে।

এদিকে, বিরূপ আবহাওয়ার প্রভাবে বরিশাল নগরের স্বাভাবিক জনজীবনেও বড় প্রভাব পড়েছে। সকাল থেকেই শহরের রাস্তাঘাট ছিল প্রায় জনশূন্য, যান চলাচল সীমিত ছিল এবং শ্রমজীবী মানুষ পড়েছেন দুর্ভোগে। অধিকাংশ স্কুল-কলেজে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল খুবই কম।

বরিশাল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, বৃষ্টিপাত আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।