ঢাকার ভোটার হচ্ছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা

প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ১৯:১৭

Thumbnail
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের আওতায় ঢাকায় তার বাসা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব মো. আখতার হোসেন।
 
সোমবার (২৩ জুন) তিনি গণমাধ্যমকে বলেন, “চলমান হালনাগাদ কার্যক্রমের সময় জুবাইদা রহমানের তথ্য নেওয়া হয়েছে। তথ্য সংগ্রহ ও নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন হলে তার নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।”
 
আইন অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনসহ যেকোনো নির্বাচনে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই ভোটার হতে হয়। আর জাতীয় সংসদের ক্ষেত্রে দেশের যেকোনো আসন থেকেই প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে।
 
উল্লেখ্য, ২০০৮ সালে যখন প্রথম ছবিসহ ভোটার তালিকা তৈরি হয়, তখন তারেক রহমান ও জুবাইদা রহমান যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। তারা ওই বছরের ১১ সেপ্টেম্বর দেশত্যাগ করেন। দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থানের পর গত ৬ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য তিনি লন্ডন থেকে বাংলাদেশে আসেন এবং ৫ জুন পুনরায় লন্ডনে ফিরে যান। ঈদুল আজহার আগে ঢাকায় অবস্থানকালে তার তথ্য সংগ্রহ করা হয়।
 
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, আগামী বছরের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং ২ মার্চের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। তবে যদি জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে ভোটার তালিকা চূড়ান্ত করতে নির্বাচন কমিশন আইন সংশোধনের বিষয়টি বিবেচনা করছে।
 
টিডিডি/ এএইচআর