এবার জিয়াউর রহমানের চরিত্রেও অভিনয়ে আগ্রহী শুভ!

প্রকাশিত: ২৯ মে ২০২৫, ১৮:৩৮

Thumbnail
অভিনেতা আরিফিন শুভ। ছবি : সংগৃহীত
জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ তার ক্যারিয়ারে অভিনয় করেছেন একাধিক আলোচিত সিনেমায়, যার মধ্যে রয়েছে ওপার বাংলার প্রজেক্টও। এবারের ঈদে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘নীলচক্র’, এছাড়াও তিনি সম্প্রতি সনি লিভের বলিউড প্রজেক্ট ‘জ্যাজ সিটি’-তেও কাজ করেছেন।

তবে আরিফিন শুভ সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ শেখ মুজিব চরিত্রে অভিনয়ের কারণে। ৫ আগস্টের পর থেকে তার নামে বিভিন্ন বিতর্ক এবং গুঞ্জন ছড়িয়েছে—বিশেষ করে এক টাকার প্রতীকী পারিশ্রমিক, পূর্বাচলে বরাদ্দ পাওয়া জমি ও তার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে।

সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন শুভ।

তিনি বলেন, “আমি একজন অভিনেতা। আমার কাজ চরিত্রে ঢুকে সেই চরিত্রকে বাস্তব করে তোলা। শেখ মুজিবের চরিত্রে আমাকে কাস্ট করা হয়েছিল, আমি সেই দায়িত্ব পালন করেছি। এমনকি জিয়াউর রহমানের চরিত্রেও যদি আমাকে অভিনয় করতে বলা হয়, আমি তা করব।”

রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা নিয়ে গুঞ্জন প্রসঙ্গে শুভ বলেন, “নির্বাচনে যেতে চাইলে মনোনয়নপত্র কিনতে হতো। আমি কি করেছি সেটা? আপনি কি আমাকে কখনো কোনো রাজনৈতিক কার্যক্রমে দেখেছেন?”

তিনি জোর দিয়ে বলেন, “আমি রাজনীতিতে যাব না—এটা আমার সুস্পষ্ট এবং ব্যক্তিগত সিদ্ধান্ত, বহু আগেই বলেছি। আমি শুধু অভিনয় বুঝি, আর সেটাতেই থাকতে চাই।”

‘মুজিব’ সিনেমায় এক টাকা পারিশ্রমিক নেওয়া নিয়েও চলছে নানা আলোচনা। এ বিষয়ে শুভ বলেন,

“শ্রমের মূল্য নির্ধারণ করার অধিকার একজন শিল্পীর আছে। আমি যদি উল্টোভাবে এই সিনেমার জন্য বড় অঙ্কের পারিশ্রমিক নিতাম, তখন হয়তো সমালোচনার জায়গা থাকত। আমি তো কোনো অপরাধ করিনি, বরং প্রতীকী এক টাকায় কাজ করেছি। এই প্রথম না, কাজের ক্ষেত্রে টাকা আমার কাছে প্রাধান্য পায় না—গল্প ও টিমটাই মুখ্য।”

তিনি আরও উদাহরণ দিয়ে বলেন, “‘উনিশ ২০’ সিনেমায় যেভাবে চুক্তি হয়েছিল, আমি পুরো পারিশ্রমিক নিইনি। কেন নেইনি, সেটা চাইলে প্রযোজকের কাছে জেনে নিতে পারেন।”

পূর্বাচলে রাজউকের বরাদ্দ পাওয়া জমি এবং তা বাতিল নিয়ে গুজব নিয়েও মুখ খুলেছেন শুভ।

তিনি বলেন, “এক টাকার পারিশ্রমিক আর জমির বরাদ্দ—এই দুটি বিষয়কে জোড়া লাগিয়ে যেভাবে গল্প তৈরি করা হয়েছে, তা আসলে বাস্তবতা থেকে অনেক দূরে। আমি কি প্রথম শিল্পী, যিনি ‘শিল্পী কোটায়’ প্লট পেয়েছেন? আগে ১৫১ জন শিল্পী একইভাবে পেয়েছেন, যাদের কেউ ‘মুজিব’ সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন না। তাহলে তাদের ক্ষেত্রেও কি প্রশ্ন উঠেছে?”

শেষে শুভ বলেন, “সোশ্যাল মিডিয়ায় মুখরোচক গল্প বানানো সহজ, কিন্তু বাস্তবে জবাবদিহিতা আছে। যারা বিভ্রান্তিকর তথ্য ছড়ায়, তাদের উদ্দেশ্য সৎ প্রশ্ন তোলা নয়, বরং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা।”