আন্তর্জাতিক মানের ফুটবল ম্যাচ আয়োজনে জাতীয় স্টেডিয়াম এখন পুরোপুরি প্রস্তুত: আসিফ মাহমুদ
প্রকাশিত: ২৯ মে ২০২৫, ১৮:০৬

জাতীয় স্টেডিয়াম এখন আন্তর্জাতিক মানের ফুটবল ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, *“আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিতে সজ্জিত এই স্টেডিয়াম এখন শুধু একটি ক্রীড়াঙ্গন নয়, এটি জাতীয় গৌরবের প্রতীক।”*
তিনি আরও জানান, *আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল*, যা নতুন রূপে সজ্জিত এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
অন্য এক ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ জানান, *বিশ্বব্যাপী ব্যবহৃত ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম 'গুগল পে' (Google Pay) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হতে যাচ্ছে।* আগামী এক মাসের মধ্যেই এই সেবা দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় যুক্ত হবে।
এই সেবা চালুর ফলে, *বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের মোবাইল ডিভাইসকেই একটি পূর্ণাঙ্গ ‘ডিজিটাল ওয়ালেট’ হিসেবে ব্যবহার করতে পারবেন*, যার মাধ্যমে ডেবিট বা ক্রেডিট কার্ড বহনের প্রয়োজনীয়তা অনেকটাই হ্রাস পাবে।