বাংলাদেশকে চাপে রাখতেই পুশইন করছে ভারত: মির্জা ফখরুল

প্রকাশিত: ২১ জুন ২০২৫, ২১:১৬

Thumbnail
ছবি: সংগৃহীত
বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে ও এ দেশের সরকারকে চাপে রাখতেই সীমান্ত দিয়ে অব্যাহত পুশইন করছে ভারত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
শুক্রবার (২০ জুন) রাতে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে জেলা পর্যায়ের আলেম-ওলামাদের নিয়ে আয়োজিত এক নৈশভোজে এসব কথা বলেন তিনি।
 
মির্জা ফখরুল বলেন, “ভারত আমাদের ন্যায্য পানির হিস্যা দেয়নি, সীমান্তে গুলি করে পাখির মতো মানুষ মারে, এখন আবার নিয়মিত পুশইন করছে। এতদিন এসব করেনি, কিন্তু এখন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে ভারতে আশ্রয় দেওয়ার পর এসব শুরু হয়েছে।”
 
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে পরিকল্পিতভাবে জঙ্গি নাটক সাজিয়ে র‍্যাব দিয়ে মাদ্রাসার এতিম ছেলেদের হত্যা করা হয়েছে। এসব ঘটনা হাজার হাজার ঘটেছে।”
 
ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের রক্তের কথা উল্লেখ করে তিনি বলেন, “তাদের রক্তের বিনিময়ে আমরা মুক্তি পেয়েছি। আল্লাহ আমাদের নতুন সুযোগ দিয়েছেন।”
 
নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, “লন্ডনে তারেক রহমান ও প্রফেসর ইউনূসের মধ্যে বৈঠক হয়েছে। সেখানে ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এই নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের নেতা বেছে নেওয়ার অধিকার ফিরে পাবে।”
 
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফসহ স্থানীয় নেতাকর্মী ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
 
টিডিডি/ এএইচআর/