
২৯৬ রানের বিশাল লক্ষ্য সামনে রেখে চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। শুরুটা ছিল আগ্রাসী—প্রথম ওভারেই আসে ৯ রান, পাঁচ ওভারে সংগ্রহ দাঁড়ায় ২৭। তবে এরপরই শুরু হয় টাইগারদের ঘুরে দাঁড়ানোর গল্প।
তাইজুল ইসলামের স্পিনে ভর করে আসে প্রথম সাফল্য। নিজের তৃতীয় ওভারে লাহিরু উদারাকে স্ট্যাম্পিংয়ে ফেরান তিনি। ১৩ বলে ৯ রান করা উদারা লিটন দাসের নিখুঁত গ্লাভসে ধরা পড়েন। কিছুক্ষণ পরেই দ্বিতীয় আঘাত হানেন নাঈম হাসান। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কা এ যাত্রায় বেশিক্ষণ টিকতে পারেননি। শর্ট মিডউইকেটে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৫ বলে ২৪ রানে।
১৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৪/২। তখনও বাংলাদেশের হাতে রয়েছে ৩০ ওভারের মতো সময়। কিন্তু বিরতির পর খেলা শুরু হলেও নতুন করে বলার মতো কোনো ঘটনা ঘটেনি। সাত ওভার পেরিয়ে গেছে, শ্রীলঙ্কার রান ১৫ ওভারে ৪১—অবস্থা স্পষ্টভাবে ড্রয়ের দিকে হেলে পড়ছে।
এর আগে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ইনিংস ঘোষণা করে ২৯৬ রানের লক্ষ্য ছুড়ে দেয় স্বাগতিকদের সামনে। আর সেই ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেছেন দুর্দান্ত একটি সেঞ্চুরি—ম্যাচে দুটি শতকের কীর্তি গড়ে নিজের নাম লিখিয়েছেন একাধিক রেকর্ডে।
এখন গলের রোমাঞ্চকর টেস্টের শেষ দিন—বাংলাদেশের সামনে রয়েছে ৭ উইকেট নেওয়ার চ্যালেঞ্জ, আর শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়িয়ে আছে একটাই—ড্র নিশ্চিত করা।
সর্বশেষ স্কোর-২২ ওভার শেষে ৪৭ রানে ৩ উইকেট।
টিডিডি/ এএইচআর